

মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » রাণীর রূপ
রাণীর রূপ
বিপুল চন্দ্র রায়
রাণী গোলাপী শাড়িতে এক সরূপ,
যেন রাণী সেজেছে রূপসী।
রাণীর কেশেতে গোঁজা রক্তজবা,
যেন অপরূপ রূপে ভুবন শোভা।
রাণীর বেণী দোলে হাওয়ার তালে,
যেন ছন্দ বাজে নিরালয়ে।
রাণীর কপালের লাল টিপ,
যেন শুকতারা রূপে মুগ্ধ এ ধরা।
রাণীর দু’চোখে ঝরে স্নিগ্ধ আভা,
যেন নয়নপাতে মুগ্ধ ধরণী শোভা।
রাণীর কানের দুল, হীরকের দীপ্তি,
যেন রূপকথার অনন্ত বিস্ময়।
রাণীর হাতে চূড়ি সোনার ঝলক হাসে,
যেন মুক্তোর পরশে নীরবতা ভাঙে।
রাণীর আলতা রাঙা চরণ দুটি,
যেন নূপুর বাজে ঝুমুর ঝুমুর।
বিষয়: #রাণী #রূপ