মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেল রামিরেজ।
ব্রঙ্কসে সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেল রামিরেজ।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক ::
![]()
নিউইয়র্ক ব্রঙ্কসের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের ছাত্রী হাইস্কুল গ্রাজুয়েট এলিজাবেথ গোমেজ রামিরেজ এই বছর আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছেন।
গত ২৪শে জুন ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল মিলনায়তনে গ্রাজুয়েশন অনুষ্ঠানে এই স্কলারশিপ প্রদান করা হয়।স্কুলের প্রিন্সিপাল মিস ভ্যারেনা কাবারকাস হাইস্কুল গ্রাজুয়েট এলিজাবেথ গোমেজ রামিরেজ কে এই বৃত্তি প্রদান করেন।এই সময় আহমদ সোহানের পিতা সিরাজ উদ্দিন সোহাগ ও মাতা জাহানারা লক্ষ্মী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রঙ্কসের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের ছাত্র বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান আহমদ সোহান ২০১০ সালে নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে প্রতিবছর এই বৃত্তি প্রদান করে আসছে।মরহুম আহমদ সোহানের পিতা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ তার ছেলে আহমদ সোহানের নামে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে আহমদ সোহান সোনালী হাইস্কুল প্রতিষ্ঠা করেন।
বিষয়: #ব্রঙ্কস #মেমোরিয়াল #সোহান #স্কলারশিপ




আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ
ব্রঙ্কসে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন
আজকের শতাব্দী‘র বিশেষ সংখ্যা ড. আনসার আহমেদ উল্লাহ ও কাব্য সংকলন বিলেতে কবিতা লিখার আগে পাঠ উম্মোচন
আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
