শুক্রবার ● ২৭ জুন ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বার্মিংহামে ছাতকের কৃতি সন্তান শহীদ আলীর সম্মানে Greater Chhatak Association Midlands - এর বিশেষ সংবর্ধনা
বার্মিংহামে ছাতকের কৃতি সন্তান শহীদ আলীর সম্মানে Greater Chhatak Association Midlands - এর বিশেষ সংবর্ধনা
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
![]()
বার্মিংহাম, ২৬ জুন: বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় বার্মিংহাম সফররত টাওয়ার হেমলেটসের সাবেক ডেপুটি মেয়র ও সাবেক কাউন্সিলার, ছাতকের গর্বিত সন্তান জনাব শহীদ আলীর সম্মানে বৃহত্তর ছাতক সমিতি মিডল্যান্ডসের নেতৃবৃন্দ এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশ নেন।
অনুষ্ঠানটি আয়োজিত হয় স্থানীয় জনপ্রিয় রেস্টুরেন্ট “দেওয়ান বালটি”-তে।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব শহীদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় উঠে আসে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, সমাজসেবামূলক অবদান এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টা।
জনাব শহীদ আলীর বার্মিংহাম সফর এবং কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সময় দেয়ার জন্য সবাই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে বৃহত্তর ছাতক সমিতি মিডল্যান্ডসের সভাপতি ও “দেওয়ান বালটি” রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব বশির মিয়া কাদির ভাইয়ের সৌজন্যে আমন্ত্রিত অতিথিদের জন্য এক সুস্বাদু নৈশভোজের আয়োজন করা হয়। খাবারের আয়োজন অতিথিদের প্রশংসা কুড়ায় এবং পুরো সন্ধ্যা ছিল এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলা।
বিষয়: #কৃতি #ছাতক #বার্মিংহাম #শহীদ #সন্তান




আজকের শতাব্দী‘র বিশেষ সংখ্যা ড. আনসার আহমেদ উল্লাহ ও কাব্য সংকলন বিলেতে কবিতা লিখার আগে পাঠ উম্মোচন
আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি
যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ
লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ
