বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » যুক্তরাজ্য আগমনে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট ব্যাংকার আখলাকুল মৌলা বাহার
যুক্তরাজ্য আগমনে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট ব্যাংকার আখলাকুল মৌলা বাহার
শহিদুল ইসলাম ::
![]()
বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ আখলাকুল মৌলা বাহারকে ২৪ জুন ২০২৫ লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দুটি সংগঠন রেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।
ব্যাংকিং ও শিক্ষা খাতে তাঁর অসামান্য অবদান এবং কমিউনিটি উন্নয়নে তাঁর নিরলস পরিশ্রমকে সম্মান জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মোঃ আখলাকুল মৌলা বর্তমানে সিলেট আম্বরখানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখা’র ম্যানেজার ও হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং ইউনিভার্সেল আইডিয়াল কলেজের দাতা সদস্য ও ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও বিলেতের সু-পরিচিত ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ (লাল মিয়া)। পরিচালনা করেন নিজামুল ইসলাম, পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, যুক্তরাজ্য ব্রেন্ট কাউন্সিলের সাবেক মাননীয় মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ। লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক কাউন্সিলর ও স্পিকার আহবাব হোসেন। কাউন্সিলার রেবেকা সুলতানা, হাফিজ মৌলানা জিলু খান, রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মুহিদ। মোহাম্মদ নাসির উদ্দিন, মৌলানা মিজানুল হক, নজরুল ইসলাম, রমজান আলী, আব্দুল সহিদ, শাহান চৌধুরী, আতিকুর রহমান, মনসুরুল হক, আখলাকুর রাহমান লুকু, রুবেল আহমেদ, খালেদ আহমেদ, আশরাফ আলী ছানা, শাহাব উদ্দিন প্রমুখ।
বক্তারা মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর কর্মজীবন, সততা, দায়িত্বশীলতা এবং জনসেবায় তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের সঙ্গে তাঁর আন্তরিক যোগাযোগ এবং এলাকার উন্নয়নে ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের জননেতা ও সমাজসেবকদের এক হৃদ্যতা ও মেলবন্ধন সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর মত ব্যক্তিত্ব সমাজের উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর আনন্দ ঘন পরিবেশে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিষয়: #আখলাকুল #আগমন #বাহার #বিশিষ্ট #ব্যাংকার #ভূষিত #মৌলা #যুক্তরাজ্য #সম্মাননায় #হলেন




রাজধানীর উত্তরায় ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু
সূর্যের হাসি নেটওয়ার্ক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত
ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন দক্ষ বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাইলফলক
অ্যারিস্টো সিরিজ এসডিবি বক্স বাজারে আনল এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস লিমিটেড
প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন
বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৫’ এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
