সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » একজন্ম
একজন্ম
-বিপুল চন্দ্র রায়
![]()
একজন্ম সন্ধ্যার কাছে
নিঃসঙ্গতার গল্প শুনেছি।
এ জন্ম তো কেটেই গেল
প্রতীক্ষার এই দীর্ঘ বেলা।
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের নিঃশ্বাস হবি?
নিপুণ হস্তে রক্তের দাগ কেটে
কথা দাও, বুকে রাখবো
অথচ অজন্ম ব্যথা দাও।
প্রেমের কোন সংজ্ঞা নেই, তাই
স্মৃতির ফ্রেমে কষ্ট গুলো বেঁধে
একাকী নিঃসঙ্গ হয়ে বেঁচে আছি।
বিষয়: #একজন্ম




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
