 
       
  সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি
দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি
বজ্রকণ্ঠ নিউজ :::

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দেশে প্রথম ওপেন এপিআইভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করল। এর ফলে ব্যাংকটি একসঙ্গে আরো বেশি সংখ্যক গ্রাহককে আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে পারবে।
ওপেন এপিআই অত্যাধুনিক একটি প্রযুক্তি। বাংলাদেশে এটা এখনও কোনো ব্যাংক চালু করেনি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে। বাংলাদেশে ইউসিবিই প্রথম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে এই নতুন ভার্সন ১৪.৭ ব্যবহার শুরু করল।
এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা যেকোনো ধরনের ব্যাংকিং সেবা — যেমন সাধারণ হিসাব খোলা থেকে শুরু করে ঋণের আবেদন বা নিরাপত্তা যাচাই — সব ধরনের সেবা আরও বেশি সংখ্যক গ্রাহক একই সঙ্গে দ্রুত ও সহজে পাবেন।
উল্লেখ্য, এ বছর ইউসিবিতে প্রায় ৩ লক্ষ নতুন গ্রাহক তৈরি হয়েছে। ওপেন এপিআই প্রযুক্তির ফলে এই বর্ধিতসংখ্যক গ্রাহকদের একসঙ্গে একইসময়ে সেবা দেওয়া যাবে; এবং এই সেবা হবে আরও দ্রুত ও উন্নত।
এর পাশাপাশি ওপেন এপিআই প্রযুক্তির ফলে তৃতীয়পক্ষের যেকোনো ধরনের সেবা, যেমন অন্যান্য অ্যাপ, নতুন নতুন ফিনটেক বা স্টার্টআপের সঙ্গে খুব সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত করা যাবে। এতে গ্রাহকরা যেমন সহজে তাদের লেনদেন করতে পারবেন, একইসঙ্গে নিজের মতো করে আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। তৃণমূল পর্যায়ে যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণনের কাজ করে থাকেন, তাদের মধ্যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে এবং তারা তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করতে পারবেন। লেনদেনও এতে সহজ হবে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “এটা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রাথমিক উদ্যোগ। বর্তমান ডিজিটাল বিশ্বে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও বেশি ডিজিটাল সেবা আনার ক্ষেত্রে এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকল-এর সিনিয়র প্রতিনিধি। এসময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #ইউসিবি #এপিআই #ওপেন #করল #চালু #দেশের #প্রথম #ব্যাংকিং #সেবা
 

 
       
       
      



 চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
    চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন     সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
    সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই     টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
    টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ     সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’
    সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’     রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ
    রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ     প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
    প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও     মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
    মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস     এনার্জিপ্যাকের নতুন ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ উদ্বোধন
    এনার্জিপ্যাকের নতুন ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ উদ্বোধন     ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোকাবিলায় এনআইওএইচ ও রোশ বাংলাদেশের আয়োজনে গোলটেবিল বৈঠক
    ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোকাবিলায় এনআইওএইচ ও রোশ বাংলাদেশের আয়োজনে গোলটেবিল বৈঠক     কক্সবাজারে কৃষি উদ্যোক্তাদের সমাবেশে নতুন স্বপ্নের দিগন্ত
    কক্সবাজারে কৃষি উদ্যোক্তাদের সমাবেশে নতুন স্বপ্নের দিগন্ত     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 