রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » পশ্চিমবঙ্গে ফের করোনার সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ
পশ্চিমবঙ্গে ফের করোনার সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ
বজ্রকণ্ঠ ডেস্ক::

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে চার জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে/ প্রতীকী ছবি
পশ্চিমবঙ্গে আবারও করোনার চোখরাঙানি। সংখ্যায় কম হলেও ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এখন এই ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলছে। সম্প্রতি সেখানে চার জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে এসেছে। তাদের মধ্যে একজন গৃহবধূ, একজন প্রসূতি মা ও দুই কিশোর রয়েছে।
আক্রান্ত গৃহবধূ ও কিশোর দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভার মগরাহাটের বাসিন্দা। তারা দুজনই মূলত শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশির উপসর্গ নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন। রোগের কারণ জানতে করা হয় সোয়াব টেস্ট। তাতে দুজনেরই করোনা পজেটিভ ধরা পড়েন।
অন্যদিকে, করোনায় আক্রান্ত প্রসূতি মা কাঁকুড়গাছির একটি বেসরকারি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া ১৫ বছরের আরেক কিশোর করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।
নতুন করে করোনার এই সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে নজরদারি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। যদিও এতে আতঙ্কের কোনো কারণ নেই বলে দাবি করেছে স্বাস্থ্য দপ্তর।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত বছর জানুয়ারির শুরু থেকেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। কিন্তু গত বছরের মোট কতজন আক্রান্ত হয়েছিল তার সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আতঙ্কের তেমন কিছু নেই। যাদের করোনা পজিটিভ ধরা পড়েছিল, তারা সবাই এখন সুস্থ আছেন ও বাড়িতেই আছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর সতর্ক রয়েছে। যারা আক্রান্ত হয়েছেন, তাদের নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।
চিকিৎসক এসএন পোদ্দার বলেন, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ও সাবধানতা অবলম্বন করতে হবে। জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টর মতো সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাইরে থেকে বাড়িতে এলে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
বিষয়: #করোনার #থাকার #পরামর্শ #পশ্চিমবঙ্গে #ফের #সংক্রমণ #সতর্ক




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
