

সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » খেলা » আইপিএল পুনরায় শুরু হলেও ভারতে আসবেন না স্টার্ক!
আইপিএল পুনরায় শুরু হলেও ভারতে আসবেন না স্টার্ক!
স্পোর্টস ডেস্ক::
এক সপ্তাহ স্থগিতের পর পুনরায় আইপিএল শুরুর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বিসিসিইয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, আইপিএল ১৬ মে’র মধ্যেই পুনরায় শুরু হতে পারে এবং ২৫ মে’র পরিবর্তে ৩০ মে অনুষ্ঠিত হতে পারে ফাইনাল।
আসর শুরু হলেও ফ্র্যাঞ্জাইজিগুলো চিন্তায় আছে বিদেশি ক্রিকেটারদের ভারতে ফেরা নিয়ে। এর মধ্যে কপালে দুশ্চিন্তার ভাঁজ মোটা হয়েছে দিল্লি ক্যাপিটালসের।
দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ভারতে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু স্টার্ক কেন, বেশিরভাগ শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারই সম্ভবত বাকি অংশে অংশগ্রহণ করবেন না।
পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে আইপিএল স্থগিত হওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দেশে ফেরত গেছেন। স্টার্ক ও তার স্ত্রী অ্যালিসা হিলি সিডনি বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তারা স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কিছু বলতে রাজি হননি।
তবে পরে স্টার্কের ম্যানেজার অস্ট্রেলিয়ার নাইনের নিউজকে জানান যে, আইপিএল পুনরায় শুরু হলেও স্টার্কের আসার সম্ভাবনা কম।
দ্য এইজ পত্রিকার মতে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের খেলোয়াড়দের সমর্থন করবে যদি তারা আইপিএলে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন এবং ইতোমধ্যেই তারা প্লে-অফ থেকে ছিটকে গেছেন। তবে দলের খেলা এখনো বাকি রয়েছে। খেলা বাকি থাকলেও অস্ট্রেলিয়া থেকেই ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা) প্রস্তুতি নেবেন তারা।
নিউজিল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড় ইতোমধ্যেই দেশে ফিরেছেন। আর ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এখনও সিদ্ধান্ত নেয়নি তাদের খেলোয়াড়রা ২৫ মে পর্যন্ত ক্রিকেটাররা অনাপত্তিপত্রের মেয়াদ পার করে আইপিএলে অংশ নিতে পারবেন কিনা।
সব মিলিয়ে আইপিলের বাকি ১৬ ম্যাচ নিয়ে রয়েছে নানান অনিশ্চয়তা। দেখা যাক, শেষ পর্যন্ত কারা ভারতে ফেরে, আর কারা না ফেরে।
বিষয়: #আইপিএল #আসবেন #না #পুনরায় #ভারতে #শুরু #স্টার্ক #হলেও