শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরনে ছাই রঙের শার্ট।
১৪ জুন, শুক্রবার সকালে বাসন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, নাওজোর এলাকায় ফ্লাইওভারের পশ্চিম পাড় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ওই ব্যক্তি মাথার নিচে গামছা দিয়ে শুয়ে থাকা অবস্থায় ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #গাজীপুর




ঢাকায় দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ
দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে ময়লা আবর্জনায় খাল পরিপূর্ণ ভরাট।
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৭
রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ ড্রেজার জব্দ করেছে কোস্টগার্ড
