

শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » শিশু » ছাতকে গাড়ির চাপায় ৪র্থ শ্রেনীতে পড়ুয়া ইস্কুল শিক্ষার্থীর মৃত্যু
ছাতকে গাড়ির চাপায় ৪র্থ শ্রেনীতে পড়ুয়া ইস্কুল শিক্ষার্থীর মৃত্যু
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি ::
সিলেট সুনামগঞ্জ সড়কের ঢাকাগামী এনা পরিবহনের চাপায় পিষ্ট হয়ে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মোঃ নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
গত শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের মধ্যেস্থ নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিনের স্থানে এ ঘটনা ঘটে।
হাইওয়ে জয়কলস থানার ইনচার্জ বলেন, এনা পরিবহন সুনামগঞ্জ গামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) পথচারী ওই শিশু’কে চাপা দিয়ে পিষ্ট করে দ্রুত চলে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি শান্তিগঞ্জ এলাকায় পুলিশ আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয়: #ইস্কুল #গাড়ি #চাপায় #ছাতক #পড়ুয়া #মৃত্যু #শিক্ষার্থী #শ্রেনী #৪র্থ