

বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে উদ্বোধন, কর্মশালা, ক্রীড়া সামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত
মৌলভীবাজারে উদ্বোধন, কর্মশালা, ক্রীড়া সামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত
জিতু তালুকদার, মৌলভীবাজার ::
মৌলভীবাজার সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত সদর উপজেলা পরিষদ ভবন উদ্বোধন, চলতি অর্থবছরের এডিপি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা এবং সদর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও আগাম কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তার লক্ষ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ ৬ মে মঙ্গলবার।
সর্বপ্রথম নামফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত উপজেলা পরিষদ ভবন উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে, এরপর ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে এবং সবশেষে ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে নবনির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনের বারান্দায়। এ উপলক্ষ্যে সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্মিত উপজেলা পরিষদ ভবন উদ্বোধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালায় দিকনির্দেশনা প্রদান এবং দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তার লক্ষ্যে ঢেউটিন বিতরণ করেন সিরেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। দুপুর ১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানসমূহ বিকাল সাড়ে ৩টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানসমূহে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বুলবুল আহমদসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #অনুষ্ঠিত #উদ্বোধন #কর্মশালা #ক্রীড়া #ঢেউটিন #বিতরণ #মৌলভীবাজার #সামগ্রী
