

মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা সম্রাট সাইদুল হক এর সহযোগী ছাত্র সমন্নয়ককারী ইমন গ্রেফতার।। ৩৯২পিছ(ইয়াবা)মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা সম্রাট সাইদুল হক এর সহযোগী ছাত্র সমন্নয়ককারী ইমন গ্রেফতার।। ৩৯২পিছ(ইয়াবা)মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।।
আকিকুর রহমান রুমন::
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা সম্রাট সাইদুল হক গ্রেফতারের পর তার মামলার সহযোগী ছাত্র আন্দোলনের সমন্নয়ককারী ইমন নামের এক যুবককে গ্রেফতার করেছিলো পুলিশ। আজ মঙ্গলবার ৩৯২পিছ(ইয়াবা) মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমন(২৮)বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দরগা মহল্লার বিবির দরগা জামে মসজিদের পশ্চিমের বাড়ির লুকু মিয়ার পুত্র।
থানা পুলিশ সূত্রে জানাযায়,বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লার আব্দুল হক মিয়ার পুত্র কুখ্যাত (ইয়াবা)মাদক সম্রাট সাইদুল হক(৪০)কে ৩৯২ পিছ ইয়াবাসহ মাস খানেক পূর্বে গ্রেফতার করা হয়েছিলো।
সাইদুল হক গ্রেফতারে পুলিশের অভিযানের উপস্থিতি পেয়ে সহযোগী ইমন পালিয়ে গিয়েছিলো বলে জানান তারা।
পরে গ্রেফতারকৃত সাইদুল হক এর স্বীকারোক্তি অনুযায়ী মাদকের মামলায় আসামী করা হয় এবং সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সূত্রে আরও জানাযায়,সাইদুল হক এই মাদক মামলায় সপ্তাহ খানেকের মতো হয় জামিনে বের হয়ে আসে।
তার জামিনের পর পরই এলাকাবাসীসহ সচেতন মহলে শুরু হয় নানান গুঞ্জন।
কুখ্যাত বানিয়াচংয়ের মাদক সম্রাট সাইদুল হকের বিরুদ্ধে ১৫/১৬টি মাদকসহ চুরি,ছিনতাইয়ের মামলা রয়েছে চলমান।
এসব মামলা চলমান থাকার পরও কুখ্যাত এই ইয়াবা সম্রাট সাইদুল হক ৩৯২পিছ ইয়াবাসহ গ্রেফতার হয়ে এবং এতোগুলা মামলা থাকা স্বত্বেও কিভাবে এই অল্প দিনে জামিনে বের আসে।
জামিনে বের হওয়ার পর পরই শুরু হয় সেই মাদকের ব্যবসা।
অন্যদিকে সাইদুল হক জামিনে বেরিয়ে আসার সপ্তাহ খানেক পর গতকাল ৫মে(সোমবার) দিবাগত রাতে সাইদুল হক ৩৯২পিছ ইয়াবা নিয়ে গ্রেফতারের মামলার সহযোগী ইমনকে তার বাড়ির সামন থেকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পুলিশ গ্রেফতার করে বলে খবর পাওয়া যায়।
থানা পুলিশ সূত্রে জানাযায়,থানার (ওসি)গোলাম মোস্তাফার নেতৃত্বে এসআই মিজানসহ একদল পুলিশ রাতে সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে থেকে ইয়াবা মামলার পলাতক আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে।
ইমন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোস্তাফা। তিনি আরও জানান,সে মাদক মামলার পলাতক আসামী ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। ৬মে (মঙ্গলবার) হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,ইমন গত বছরের জুলাই ছাত্র আন্দোলনের সাথে নিজেকে জড়িত আখ্যায়িত দাবি করে বিভিন্ন প্রোগ্রামে ও আন্দোলনে অংশ গ্রহন করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ আগষ্ট বানিয়াচং থানায় আগুন, ভাংচুর,অস্ত্রসহ নগদ টাকা পয়সা ও থানার অফিসারদের কয়েকটি মোটরসাইকেল,
কম্পিউটার,ল্যাপটপ লুটপাট এবং পুলিশ হত্যাসহ সবকিছুর মধ্যে সরাসরি নেতৃত্ব দিয়েছে বলে এলাকাবাসীসহ অনেকেই জানিয়েছেন এই দিন-রাতে ঘটনার পত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন।
৫ আগষ্ট সরকার দেশ ত্যাগ করার পর থেকে ছাত্র আন্দোলনের একজন সমন্নয়ক হিসাবে বানিয়াচংয়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের প্রোগামে যোগদানসহ বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলো।
এমনকি পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর ভয় দেখিয়ে এলাকাবাসীসহ অনেকের কাছ থেকে ফায়দা লুটে আসছিলো বলেও অহরহ অভিযোগ উঠেছে তার গ্রেফতারের পর থেকে।
বিষয়: #ইমন #ইয়াবা #গ্রেফতার #ছাত্র #বানিয়াচং #সমন্নয়ককারী #সম্রাট #সহযোগী #সাইদুল #হক #হবিগঞ্জ
