

শনিবার ● ৩ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » জীবন পাতায়
জীবন পাতায়
বিপুল চন্দ্র রায়
কুড়িগ্রাম-রংপুর,বাংলাদেশ।
জীবন অধ্যায়ে
পক্ষ আছে, বিপক্ষ আছে ,
নিরপেক্ষ আছে।
জীবন অধ্যায়ে
জয় আছে, পরাজয় আছে,
বিজয় আছে।
গৌরপক্ষ মানেই ভেবনা আলোর জুতি
অমাবস্যা বেশি দূরে নয়।
শুরু আছে যেমন
সবকিছুর শেষ ও আছে তেমন।
আলো-আধার জীবনের অংশ,
অহংকার পতনের মূল ।
মগজে রাখ স্বর্গ-নরক,
জীবন অধ্যায়ে হবেনা ভুল।
বিষয়: #জীবন #পাতায়
