শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ
ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বজ্রকণ্ঠ::
![]()
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ।’ দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়।
দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন: রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।
দলে আরও রয়েছেন: সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।
সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।
বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।
বিষয়: #আত্মপ্রকাশ #ইলিয়াস #কাঞ্চন #জনতা #দল #নতুন #পার্টি #বাংলাদেশ #রাজনৈতিক




প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল
ধর্ষণ কাণ্ডে নীরবতা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ
সুনামগঞ্জে বিএনপির কারা নির্যাতিত জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন
সুনামগঞ্জে গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মছরু সভাপতি মিনারুল সম্পাদক নির্বাচিত
শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির পোস্টমর্টেম: সালাহউদ্দিন
জামায়াত ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে আপস করব না: ফজলুর রহমান
হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে: রিজভী
