রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » অন্তর্বতীকালীন সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ করতে হবে-মিলন
অন্তর্বতীকালীন সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ করতে হবে-মিলন
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :::
![]()
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকদের শ্রম-ঘামেই এ দেশের কল কারখানার চাকা ঘুরে। আর শ্রমিকদের যারা নির্যাতন এবং তাদের শ্রম -ঘামের অর্থ লুটপাট করেছে তাদের শেষ রক্ষা হবে না। ছাতক সিমেন্ট কারখানায় সরকারি ছত্রছায়ায় যারা অতীতে শ্রমিক নির্যাতন করেছে ওকারখানার লাখ লাখ টাকা লুটেপুটে খেয়েছে তারা আজও কারখানায় বীর দর্পে ঘুরছে। তারা বদলী বা চাকুরীচ্যুৎ হয়নি। তিনি লুটপাট কারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছে। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারকে দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। এ জন্য সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা প্রয়োজন।
গত রোববার সন্ধ্যা ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কারখানার শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, সামসুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছে আহমদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,শ্রমিক নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্র নেতা ইমরান হাসান,জেলা শ্রমিকদল নেতা আব্দুল খালিক, মাসুদ খান,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা. নুরুল আমিন,সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর সহ সভাপতি মীয়া হোসেন,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, শ্রমিক নেতা আব্দুল কাদির বাবুল,জাবেদ কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়: #অচিরেই #অন্তর্বতীকালীন #একটি #করতে #নির্বাচনী #মিলন #ম্যাপ #রোড #সরকার #হবে




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
