রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে রাইজের আয়োজনে ‘নিওন রান’ অনুষ্ঠিত
তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে রাইজের আয়োজনে ‘নিওন রান’ অনুষ্ঠিত
![]()
বাংলালিংকের এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ অনন্য লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন শত শত তরুণের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ‘নিওন-লাইট নাইট রান’ এর আয়োজন করা হয়। আয়োজনটি ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডকে গতি, সঙ্গীত ও আত্ম-উপলব্ধির এক প্রাণবন্ত অঙ্গনে পরিণত করে, যেখানে দেশের তরুণরা স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে।
ঢাকা ফ্লো’র ওয়ার্মআপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো-ইন-দ্য-ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান; যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিওন পেইন্ট দিয়ে রাঙানো ছিলো। কেবল দৌড়ের চেয়েও বেশি কিছু এই নিওন রানে ফিটনেসের সাথে বিনোদনের সমন্বয় ঘটে। শারীরিক কার্যক্রম রোমাঞ্চকর হওয়াটা বেশি জরুরি। তরুণদের জন্য প্রচলিত শরীরচর্চার সীমানা ছাড়িয়ে ফিটনেসে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে নতুন উপায় হিসেবে এধরনের আয়োজন এবারই বাংলাদেশে প্রথম হয়েছে।
এ বিষয়ে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেদের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। কমিউনিটির সদস্যদের একত্রিত করার লক্ষ্যে এই আয়োজন ডিজাইন করা হয়েছে। এটি কেবল দৌড়ানো নয়; এর সাথে শক্তি, সঙ্গীত, চলাচল ও যোগাযোগের প্রাণবন্ত উদযাপন জড়িত রয়েছে। রাইজে আমরা সবসময়ই নিত্যনতুন উপায়ে উৎসাহিত ও সংযুক্ত করার চেষ্টা করি। আর এই আয়োজনটি আমাদের সেই লক্ষ্যপূরণেরই প্রতিফলন।”
আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান।
ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের অব্যাহত এই পথচলায় রাইজ তরুণদের ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা রাখছে; যা ফিটনেস, আত্ম-উপলব্ধি ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে।
আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://www.facebook.com/RYZELiveOfficial
বিষয়: #অনুষ্ঠিত #আয়োজন #উৎসাহিত #করতে #জীবন #তরুণ #যাত্রায় #রাইজ #স্বাস্থ্যকর #‘নিওন রান’




এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
