শনিবার ● ৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভ্রাম্যমাণ আদালত ছাতকে এক মাদক কারবারি কে ৬ মাসে কারাদণ্ড,কারাগারে
ভ্রাম্যমাণ আদালত ছাতকে এক মাদক কারবারি কে ৬ মাসে কারাদণ্ড,কারাগারে
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:::

সুনামগঞ্জের ছাতকে এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরন করেছে।
গত শুত্রুবার রাতে উপজেলা নিবাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাকে গত শনিবার সকালে ছাতক থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ড প্রাপ্তকে জেলা কারাগারে প্রেরন করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামী হলেন,আফজাল হোসেন (৫২) সে উপজেলার নোয়ারাই ইউপির জয়নগর গ্রামের মৃত জনাব আলীর পুত্র। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার নোয়ারাই ইউপির জয়নগর ও নোয়ারাই বাজার,সিমেন্ট কারখানার এলাকায় দীঘদিন ধরে এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে ১০০ গ্রাম গাজা পুড়ি নিয়ে ঘোরাফেরা করছেন।
-এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোলা মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা জয়নগর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় প্রথমে আফজাল হোসেনকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে একশত গ্রাম গাজা উদ্ধার করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অফিস কক্ষে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফজাল হোসেনকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা অর্থদন্ড দেয়।
এব্যাপারে উপজেলার নিবাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম কারাদণ্ড প্রদানের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি।##
বিষয়: #আদালত #ছাতক #ভ্রাম্যমাণ




কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
