সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক বালু ভর্তি ট্রাকের ধাক্কায় বাসে যাত্রী নিহত! আহত ১০/১৫
ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক বালু ভর্তি ট্রাকের ধাক্কায় বাসে যাত্রী নিহত! আহত ১০/১৫
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

শীত আসার সাথে সাথেই সন্ধার পূর্বেই প্রচন্ড কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে যায়। এতে, এই কুয়াশার অন্ধকারে সড়ক মহা সড়কে চলাচলরত যানবাহন বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা পড়তে হচ্ছে। এতে অনেকেই নিহত ও আহত হচ্ছেন।
জানাযায়, গতকাল শনিবার (৭ ডিসেম্বর)
দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের
নবীগঞ্জ উপজেলার কান্দিগাও নাঈমা ফেলিং স্টেশনের সামনে বালু বুঝাই একটি ট্রাককে ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী লিমন পরিবহনের একটি বাস ধুমড়ে মুচড়ে যায়। এতে, বাসে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর আরও ১০/১৫ জন গুরুত্বর আহত হন।
নিহত একজন হলেন, নরসিংদী সদর থানার কাউলিয়া গ্রামের কামাল হোসেনের পুত্র শ্রাবন মিয়া (২৪)। অপরজনের পরিচয় পাওয়া গেছে অপর একজনের পরিচয় সংবাদ লেখা পর্যন্ত পরিচয় পাওয়া যায় নি। এসময় আশংকা জনক অবস্থায় আরও দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ দূর্ঘটনার খবর পেয়ে, নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের দেওয়ান জানান, ঘন কুয়াশার কারনে বাস ড্রাইবার বাসের গতিবেদি বুঝতে না পারায় ট্রাকের পেছনে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২ জন নিহত হন। নিহত একজনের বয়স ২৪ অপর একজনের বয়স ৩৫ বলে ধারনা করা হচ্ছে।
বিষয়: #আহত #ট্রাক #ঢাকা #ধাক্কা #নবীগঞ্জ #নিহত #বালু #বাস #ভর্তি #মহাসড়ক #যাত্রী #সিলেট #সড়ক




শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর দুই সহযোগি আটক
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০
নাফিস সরাফাত ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত ১
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : চার বন্দরে ২ নম্বর সংকেত
