মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায় চাঁপা পড়ে মারা গেলেন যুবক
ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায় চাঁপা পড়ে মারা গেলেন যুবক
ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি

সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সেলেন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয় লোকজনরা প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দেড়টায় দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ছিল পেশায় একজন সিএনজি অটো রিকশা চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের আগে রাস্তার মধ্যখানে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়। এসময় সিএনজি অটো-রিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন আর বের হতে পারে নি। চাঁপা পড়ে থাকলে স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার বের করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘন্টা পর রাত পৌনে ১টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দেড়টায় দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গোবিন্দগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দূর্ঘটনার পর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস, আর্মি, সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ, ছাতক থানা ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ২টায় দূর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটো রিকশা সড়কেই রয়েছে। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।অভিযোগ উঠেছে, গোবিন্দগঞ্জ পয়েন্টে সড়কের পাশের রেলের পরিত্যক্ত পাকা ঘর উচ্ছেদ না করায় এবং সড়কের উভয় পাশে রোড ডিভাইডারে কোন চিহৃ না থাকায়, গোল চত্বর বড় হওয়ায় সরু রাস্তায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে।
বিষয়: #ছাতক #প্রতিনিধি #সুনামগঞ্জ




এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
শীতে কাঁপছে সারাদেশ, ঢাকায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১, জীবিত উদ্ধার ১৫
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান
রাণীনগরে ডেভিলহান্টে আওয়ামীলীগ-যুবলীগনেতা গ্রেফতার-২
