বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » জামালগঞ্জে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ
জামালগঞ্জে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ
জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শাহ্ মো. শাহজাহান, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, এমরান হোসেন রুবেল ও নূরে আলম ফরায়েজী প্রমুখ।
এসময় কলিম উদ্দিন আহমদ মিলন তাঁর বক্তব্যে বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই’। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাঁধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। এছাড়াও বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই অনতিবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেয়ার দাবি জানান।
বিষয়: #উপজেলা #কর্মী #জামালগঞ্জ #বিএনপি #সমাবেশ




সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !
সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন
সুনামগঞ্জের হলহলিয়ায় ১৯টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা
ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছাতকে ৮০ বছরের জমি বিরোধে প্রশাসনিক পরিমাপ, উত্তেজনা চরমে; ইউএনও’র বিরুদ্ধে মসজিদের মাইকে অপপ্রচার
