শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দুবলার চরে রাস উৎসবে দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন
দুবলার চরে রাস উৎসবে দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন
মনির হোসেন, মোংলা

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও কোস্টগার্ডের একটি জাহাজ, একাধিক স্পিড বোট রাশ মেলা এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। সুন্দরবন উপকূলজুড়ে নজরদারি করছে কোস্টগার্ড পশ্চিম জোন।
গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া রাস উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাস মেলার পূজা মন্ডপের সামনে সার্বক্ষণিক টহলে রয়েছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারও ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পূর্ণিমা তিথিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হয়েছে প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’।
এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন দুবলা।
রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
ক্যাপশন-
সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবে দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্টগার্ড বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিষয়: #কোস্টগার্ড #মোতায়েন




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
