বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ড পরিচালিত যৌথ অভিযানে ভোলার দুর্ধর্ষ সন্ত্রাসী সুজন আটক
কোস্টগার্ড পরিচালিত যৌথ অভিযানে ভোলার দুর্ধর্ষ সন্ত্রাসী সুজন আটক
মনির হোসেন

কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে ভোলা দুর্ধর্ষ সন্ত্রাসী সুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৩টি দেশীয় অস্ত্র, একটি চাইনিজ ছুরি ও ৩টি গ্রেনেড।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বুধবার আনুমানিক রাত ২টা ১৫ মিনিট হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ সুজনকে ৩টি গ্রেনেড, ১টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত গ্রেনেড, চাইনিজ ছুরি ও দেশীয় অস্ত্র ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #দুর্ধর্ষ #পরিচালিত #ভোলা #যৌথ #সন্ত্রাসী #সুজন




ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা
একসঙ্গে ২৭৪ বিচারককে বদলি
৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করে সেনাবাহিনী।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরে হাত-পায়ের রগ কেটে মাহফুজ মিয়া নামের একজনকে হত্যার মুল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করে র্যাব।।
রামগতিতে ট্রলিং বোট ও জালসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
