মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের মাধবপুর যুবদল নেতা হৃদয়কে হত্যার চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের মাধবপুর যুবদল নেতা হৃদয়কে হত্যার চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
বুলবুল আহমেদ:-

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানাযায়, যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলা তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম। এতে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে আরো জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত (১৯ জুলাই) যুবদল নেতা হৃদয় মিয়া জুম্মার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল ও বোমা নিক্ষেপ করে, এমন কি গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয় মিয়া। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। এ ঘটনায় তিনি গত (২৩ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এর পূর্বে গতকাল সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে।
বিষয়: #চেষ্টা #নেতা #মাধবপুর #মামলা #যুবদল #হত্যা #হবিগঞ্জ #হৃদয়




একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
