বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রেফতার হলেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক
গ্রেফতার হলেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক (৫৬) কে নারায়নগঞ্জের কাঞ্চনব্রীজ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ( ৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য সুনামগঞ্জ থেকে পুলিশ পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান পিপিএম জানান, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিক কে রাজধানীর ভাটারা এলাকা থেকে র্যাব, এর একটি দল গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে রেখেছে। তাকে সুনামগঞ্জে এনে আদালতে সোপর্দ করার জন্য পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে সর্বপ্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি।
গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জনের মধ্যে মানিক ৩ নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী ২০০ জন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হোসাইন ও তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ওয়ালী আশরাফ খান,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার রুজুকৃত দ্রুতবিচার আইনের মামলা নং ৫ তাং ৪/৯/২০২৪ইং এর ৩নং গ্রেফতারকৃত আসামী মুহিবুর রহমান মানিককে নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জে নিয়ে আসার জন্য আমরা রাস্তায় আছি।
বিষয়: #আসন #গ্রেফতার #মানিক #মুহিবুর #রহমান #সংসদ #সদস্য #সাবেক #সুনামগঞ্জ #হলেন




টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ঝিনাইদহে চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের
সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন
নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহতদের সিলেট প্রেরণ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।
বেগম জিয়ার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের প্রেরণা :- কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জ-৩ আসনের মোমবাতি প্রার্থী ডা. এস এম সরওয়ারের শোকজ প্রত্যাহার
নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
মোংলায় অপহরণের শিকার এক নারী উদ্ধার, অপহরণকারী আটক
সুনামগঞ্জে সুমি চৌধুরী হত্যা মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক কুলেন্দু শেখর দাস
