বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাত আটক
কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাত আটক
মনির হোসেন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি ডাকাত দল সমুদ্রে অবস্থানরত জাহাজ হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাতি করার উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পুনরায় ভোর ৫টায় অভিযান পরিচালনা করে পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে ২টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোট সমূহে ডাকাতির সাথে জড়িত ছিলো। ডাকাত সদস্যরা হলো তৌহিদুল ইসলাম আকাশ (২২),মোঃ মনিরউদ্দিন (২৩),মোঃ রুবেল (৩২), মোঃ ফারুক (২২),মোঃ সোহেল (২৫), মোঃ জাহিদ (২৫)। সকলেই খোর্দ্দ গাহিরা, দোভাষী বাজার, আনোয়ারার স্থায়ী বাসিন্দা।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #কোস্টগার্ড




হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করে সেনাবাহিনী।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরে হাত-পায়ের রগ কেটে মাহফুজ মিয়া নামের একজনকে হত্যার মুল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করে র্যাব।।
রামগতিতে ট্রলিং বোট ও জালসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
সেনানিবাসে খালেদা জিয়া-প্রধান উপদেষ্টার একান্ত আলাপ
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
