বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাত আটক
কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাত আটক
মনির হোসেন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি ডাকাত দল সমুদ্রে অবস্থানরত জাহাজ হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাতি করার উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পুনরায় ভোর ৫টায় অভিযান পরিচালনা করে পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে ২টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোট সমূহে ডাকাতির সাথে জড়িত ছিলো। ডাকাত সদস্যরা হলো তৌহিদুল ইসলাম আকাশ (২২),মোঃ মনিরউদ্দিন (২৩),মোঃ রুবেল (৩২), মোঃ ফারুক (২২),মোঃ সোহেল (২৫), মোঃ জাহিদ (২৫)। সকলেই খোর্দ্দ গাহিরা, দোভাষী বাজার, আনোয়ারার স্থায়ী বাসিন্দা।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #কোস্টগার্ড




নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহতদের সিলেট প্রেরণ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।
বেগম জিয়ার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের প্রেরণা :- কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জ-৩ আসনের মোমবাতি প্রার্থী ডা. এস এম সরওয়ারের শোকজ প্রত্যাহার
নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
মোংলায় অপহরণের শিকার এক নারী উদ্ধার, অপহরণকারী আটক
সুনামগঞ্জে সুমি চৌধুরী হত্যা মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক কুলেন্দু শেখর দাস
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক
ছাতকে নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
