সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » দুর্নীতির দায়ে ওসমানী মেডিক্যালের দুই কর্মচারী বরখাস্ত
দুর্নীতির দায়ে ওসমানী মেডিক্যালের দুই কর্মচারী বরখাস্ত
বজ্রকন্ঠ অনলাইন:

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বহিষ্কৃত দুই কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তাঁরা খরপোষ ভাতা পাবেন।
হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহিষ্কৃত দুজনের বিরুদ্ধে হাসপাতালের সাবেক পরিচ্ছন্নতাকর্মী মো. ইসলাম উদ্দিনকে আঘাতের চেষ্টা, নতুন মেডিক্যাল কলোনি ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরি, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবৈধ দোকান ও অ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহির্বিভাগ থেকে অবৈধভাবে টাকা আদায়, নারীদের যৌন নির্যাতন, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে হাসপাতালে গঠিত একটি তদন্ত কমিটি। এর আগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম সংক্রান্ত একটি অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওসমানী হাসপাতালের দুজন কর্মচারীকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) ও ৩ (ঘ) বিধি মোতাবেক ‘অসদাচরণ ও দুর্নীতির’ দায়ে অভিযুক্ত করা হয়েছে। কেন তাঁদের এই বিধিমালার আলোকে যথোপযুক্ত দণ্ড দেওয়া যাবে না, তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে পরিচালক বরাবর কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা কোনো ব্যক্তিগত শুনানি চান কি না, তা-ও জানাতে বলা হয়েছে।
এদিকে সাময়িক বহিষ্কৃত রওশন হাবিব, আবদুল জব্বারসহ ওসমানী হাসপাতালের আটজনের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বুধবার সিলেটে দুদক একটি মামলা করেছে বলে জানিয়েছেন আইনজীবী কানন আলম। তিনি বলেন, এর আগে তাঁর মক্কেল হাসপাতালের সাবেক পরিচ্ছন্নতাকর্মী মো. ইসলাম উদ্দিন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনেছিলেন রওশন, জব্বারসহ আটজনের বিরুদ্ধে। এসব অভিযোগেরই সত্যতা পেয়ে মামলা করেছে দুদক।
বিষয়: #ওসমানী #মেডিক্যাল




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
