বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গোলাসহ ডাকাত আটক
কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গোলাসহ ডাকাত আটক
মনির হোসেন

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার লেমশীখাল ও আলী আকবর ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে।
আটক ডাকাত সদস্যের নাম মো. শাহরিয়ার (৩৪)। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নয়াগোনা গ্রামের আবু তালেব এর ছেলে।
১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলাকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর বুধবার রাত ১টা হতে ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭টি চাকু, ৬টি চাপাতি, ২১টি মেমোরী কার্ড, ৩টি সিম কার্ড, ৩টি মোবাইল ফোন, ৪টি কম্পাস ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সক্রিয় ডাকাত সদস্য শাহরিয়ার (৩৪) কে আটক করা হয়।
পরবর্তীতে ডাকাতি কাজে ব্যবহৃত জব্দ করা মালামালসহ আটক ডাকাত সদস্যকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কুতুবদিয়া #কোস্টগার্ড #গোলাসহ #ডাকাত #দেশীয়




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
