সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজায় আরো ৩৩ ফিলিস্তিনিকে হত্যা, মৃতের সংখ্যা ৪০,৯৭২
গাজায় আরো ৩৩ ফিলিস্তিনিকে হত্যা, মৃতের সংখ্যা ৪০,৯৭২
বজ্রকণ্ঠ অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪১ হাজার ছুঁইছুঁই করছে। আহতের সংখ্যাটাও ৯৫ হাজারের কাছাকাছি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৭২। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৯৪ হাজার ৭৬১ জন।
রবিবার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টরসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের বোমা হামলার কারণে মধ্য ও দক্ষিণ গাজায় মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।
ইসরায়েলি হামলার কারণে গাজায় কোথাও কেউ নিরাপদ নয়। ভূখণ্ডটি এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।
হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়: #গাজা #ফিলিস্তিনি #হত্যা




ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’
এনসিপির নীতি নাই, বিতর্ক জন্ম দিয়ে নাম দিয়েছে বিপ্লব
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
শীতে কাঁপছে সারাদেশ, ঢাকায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১, জীবিত উদ্ধার ১৫
