সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » শ্রীলেখাকে যৌ ন হে ন স্তা, পুলিশে অ ভি যো গ দিলেন অভিনেত্রী
শ্রীলেখাকে যৌ ন হে ন স্তা, পুলিশে অ ভি যো গ দিলেন অভিনেত্রী
বজ্রকণ্ঠ বিনোদন নিউজ ডেস্ক:

পথের কুকুরের ওপর নির্যাতনে যেভাবে সরব শ্রীলেখা মিত্র। সেভাবেই সরব সকল প্রকার অপরাধের বিরুদ্ধে। নিজের জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করেন। এবার টলিউডের এই অভিনেত্রী লড়ছেন নিজেকে নিয়ে। তাকে যৌন হেনস্তা করায় ভারতীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী।
গতকাল সোমবার কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন শ্রীলেখা।
অভিনেত্রীর অভিযোগ, ২০০৯ সালের ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’-এর অডিশনের সময়ে তাকে যৌন হেনস্থা করেন পরিচালক রঞ্জিত। শ্রীলেখার কথায়, “অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার শোয়ার ঘরের দিকে, ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ, আমার সঙ্গে তেমন কোনও বন্ধুত্বও ছিল না তার। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।”
সম্প্রতি মালয়ালম চলচ্চিত্রের নারী শিল্পীদের ওপর নির্যাতন বা হেনস্থার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। এর কদিন পরই শ্রীলেখা রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে আনেন হেনস্তার অভিযোগ।
এবার পুলিশের কাছে অভিযোগ দায়ের প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “যেহেতু এটা একটা অপরাধ, তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমেইল করে আমার অভিযোগ দায়ের করেছি।”।
বিষয়: #অভিনেত্রী #শ্রীলেখা




আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল : রুক্মিণী
বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর
ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
পুথির সাজে মুগ্ধতা ছড়ালেন মীম
মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ
বৃদ্ধাকে কটাক্ষ করে ক্ষমা চাইলেন কঙ্গনা
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে বিতর্কের মুখে মালাইকা-হানি সিং
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা
প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি
ভণ্ডামি থেকে মুক্তি চাই: আঁখি আলমগীর
