সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » সাইকেল কেনার জমানো টাকা বন্যার্তদের মাঝে দান করেছেন দুই শিশু
সাইকেল কেনার জমানো টাকা বন্যার্তদের মাঝে দান করেছেন দুই শিশু
বজ্রকণ্ঠ অনলাইন ডিজিটাল ডেস্ক ::

রবিবার ২৫ (আগস্ট) রাতে বাইসাইকেল কিনার জমানো টাকা বন্যার্তদের মাঝে দান করেছেন দুই শিশু। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ক্লাস ওয়ানের ছাত্র মোঃ আন নাফিউর রহমান। তার পিতা শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) জানিয়েছেন, কিছুদিন পূর্বে হজ্বে যাওয়ার জন্য আরেকজন শিশু টাকা জমিয়ে সেই জমানো টাকা দান করেছিলেন বন্যার্তদের মাঝে। মুহূর্তের ভিতরেই সেই নিউজটি ভাইরাল হয়ে যায়।
নাফিউর রহমান সেই ভিডিও দেখে, তার বাবাকে প্রতিনিয়ত বলতে থাকে তার ব্যাংকের জমানো টাকা শায়েস্তাগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দেওয়ার জন্য। তৎকালীন সময়ে, শায়েস্তাগঞ্জের তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করার পরে।
রবিবার রাত ৯টায়, তার ব্যাংক ভাঙ্গা হয়। সেইসময়ে তার চাচাতো ভাই, মো: ইফাজ এবং আন নাফিউর রহমান দুইজনে মিলে ৮৫৭০ টাকা স্বেচ্ছাসেবী আল আমিন সাঈফীর হাতে তুলে দিয়েছেন। উপস্থিত সময়ে অনেক স্বেচ্ছাসেবী তাদের এই আগ্রহ দেখে সাধুবাদ জানিয়েছেন এবং দুই শিশুর জন্য দোয়া করেছেন।
স্বেচ্ছাসেবী আল আমিন সাঈফী বলেন, তাদের এই উদারতা ও আগ্রহ দেখে আমরা অনেক গর্ববোধ করছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
বিষয়: #শিশু




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
