 
       
  মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খেলা » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত আজ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত আজ
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ। আইসিসির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির পক্ষ থেকে অনলাইন সভায় যুক্ত হবেন সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ গতকাল পর্যন্ত প্রতিনিধির পরিবর্তন করা হয়নি।
বিসিবি চাইলে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে একজনকে প্রতিনিধিত্ব করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান সিইও নিজামউদ্দিন চৌধুরী। প্রতিনিধি মনোনয়নের চেয়ে এ মুহূর্তে বিসিবির দৃষ্টি নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি।
বিসিবি ও বাংলাদেশ সফল বিশ্বকাপ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিলেও আইসিসি অক্টোবরে ঢাকায় বিশ্বকাপ করার ঝুঁকি নেবে না। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
বিশ্বকাপ নিয়ে বিসিবি সিইও গতকাল সংবাদ সম্মেলনে বলেন, নারী বিশ্বকাপে আমাদের দিক থেকে যে প্রস্তুতি আছে, আমরা আত্মবিশ্বাসী টুর্নামেন্ট আয়োজন করতে পারব। তার পরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কাজ করছে। আপনারা জানেন, এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করার জন্য।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছি। প্রস্তুতি থেকে সবকিছু। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। কোনোভাবেই বিসিবি বা আইসিসির পক্ষে এটা সমাধানযোগ্য না। সরকার পর্যায়ে যদি উন্নতি হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
বিষয়: #আজ #টি #টোয়েন্টি #নারী #নিয়ে #বিশ্বকাপ #ভেন্যু #সিদ্ধান্ত
 

 
       
       
      



 ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
    ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি     হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
    হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড     বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব
    বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব     দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
    দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা     দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা
    দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা     হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
    হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি     বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: চমক দেখিয়ে সেভিলের স্বর্ণ জয়
    বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: চমক দেখিয়ে সেভিলের স্বর্ণ জয়     নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ফিরছে আজ
    নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ফিরছে আজ     মলদোভার জালে নরওয়ের ১১ গোল, হলান্ডের একাই পাঁচ
    মলদোভার জালে নরওয়ের ১১ গোল, হলান্ডের একাই পাঁচ     একদিন আগেই নেপাল থেকে ফিরছে জামাল ভুঁইয়ার দল
    একদিন আগেই নেপাল থেকে ফিরছে জামাল ভুঁইয়ার দল     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 