 
       
  বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ভিডিও » হবিগঞ্জের বিভিন্ন থানায় কর্মস্থলে পুলিশ ফিরলেও বানিয়াচং থানা এখনো আসেনি পুলিশ। যেমন বাড়ছে সেবা তেমনি রয়েছে ভোগান্তি।
হবিগঞ্জের বিভিন্ন থানায় কর্মস্থলে পুলিশ ফিরলেও বানিয়াচং থানা এখনো আসেনি পুলিশ। যেমন বাড়ছে সেবা তেমনি রয়েছে ভোগান্তি।
আকিকুর রহমান রুমন::

সপ্তাহ খানেক পর অবশেষে সচল হচ্ছে পুলিশী কার্যক্রম। হবিগঞ্জ জেলার ৯টি থানার মধ্যে ইতোমধ্যে ৮টি থানার অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়েছে।
সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে তা বাড়তে শুরু করেছে।
তেমনি রয়েছে ভোগান্তি।
আর থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার সদস্যরা।
তবে বানিয়াচং থানার পুরো ভবন আগুণে ভষ্মিভুত হয়ে যাওয়ায় এখনো সেখানে ফিরেনি কোন পুলিশ সদস্য। থানার আসবাবপত্র
সহ গুরুত্বপুর্ণ নথিপত্র পুড়ে যাওয়া ও নানা সমস্যা থাকায় সেবা কার্যক্রম শুরু হতে বিলম্ব সেখানে।
যদিও অন্য ৮টি থানায় পুলিশ কাজে ফেরায় থানায় সেবা গ্রহীতাদের সংখ্যা বাড়ছে।
সরেজমিনে দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে দেখা গেছে পুলিশের দাপ্তরিক কার্যক্রম। পুলিশ সদস্যরা যে যার মতো করে তাদের ডিউটি পালন করছেন। আবার কোন কোন সদস্যদের সাথে তাদের মামলা সংক্রান্ত কথাবার্তা বলছেন সাধারণ লোকজন। এছাড়াও জিডি এন্ট্রি ও লিখিত অভিযোগ দায়েরসহ নানা সমস্যা নিয়ে ডিউটি অফিসারের রুমেও দেখা গেছে সেবাগ্রহীতাদের। সেবাগ্রহীতারা জানান,গেল কয়েকদিন থানার কোন কার্যক্রম না থাকায় ভোগান্তিতে পড়ড়ে হয়েছে তাদের।
তবে এখন তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। পুলিশ থানায় ফেরায় স্বস্থি আসতে শুরু করেছে জনমনে।
জানা যায়, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন থানায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে।দফায় দফায় সংঘর্ষে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বিভিন্নস্থানে নির্যাতনের শিকার ও হত্যা করা হয় পুলিশ সদস্যদের। বানিয়াচংয়ে পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ ও থানায় আগুন দেয়ার ঘটনা ঘটে।
এতে এক পুলিশ সদস্যকে পিঠিয়ে হত্যা করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হত্যাকান্ডের শিকার হন পুলিশ সদস্যরা।
যে কারনে ১১ দফা দাবী নিয়ে কর্মবিরতির উদ্যোগ নেয় পুলিশ।
আর এতে অচল হয়ে পড়ে সারা দেশের পুলিশী কার্যক্রম। যে কারণে থানায় আনসার সদস্য ও সেনাবাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়।
হবিগঞ্জ সদর মডেল থানায় আসা রুবেল মিয়া নামে এক যুবক জানান, সদর থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই থানায় সেবা গ্রহীতারা আসতে শুরু করেছে।আমি নিজেও একটি কাজে থানায় এসেছি। পারুল আক্তার নামে এক নারী জানান,আমি আমার মামলা সংক্রান্ত কাজে গেল কয়েকদিন থানায় আসার চেষ্ঠা করেছি। কিন্তু তাদের কাউকে পাইনি।আজ থানায় এসে পুলিশ সদস্যদের পেয়েছি।
আমি আমার কাজটি শেষ করতে পেরেছি।
তিনি বলেন,পুলিশ কাজে না থাকলে যে কতটা ভোগান্তিতে পড়তে তা আমি গেল কয়েকদিনে বুঝেছি।হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) নূরে আলম জানান, আমরা আমাদের থানার কার্যক্রম শুরু করেছি।
দ্রুত পুর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন,আমরা আমাদের সাধ্যমতে জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছি। হবিগঞ্জের পুলিশ সুপার মোঃআক্তার হোসেন বলেন, বানিয়াচং থানা ছাড়া জেলার সবকটি থানায় কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন,যেহেতু বানিয়াচং থানার পুরো ভবনটি পুড়ে গেছে এবং পুলিশের সাথে জনগণের দুরত্ব রয়েছে তাই নতুন পুলিশ দিয়ে থানার কার্যক্রম শুরু করা হবে।
বর্তমানে থানায় পুলিশ না থাকাতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহিতাদেরকে।
পুলিশের সেবা থেকে বঞ্চিত রয়েছেন বানিয়াচং উপজেলাবাসী।
বিষয়: #আসেনি #এখনো #কর্মস্থল #তেমনি #থানা #পুলিশ #বানিয়াচং #বিভিন্ন #ভোগান্তি #যেমন বাড়ছে #রয়েছে #সেবা #হবিগঞ্জ
 

 
       
       
      



 সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
    সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত     বজ্রকণ্ঠ , সিলেট ঢাকা লন্ডন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত।#Bojrokontho
    বজ্রকণ্ঠ , সিলেট ঢাকা লন্ডন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত।#Bojrokontho     বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা” Update News #Bojrokontho
    বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা” Update News #Bojrokontho     ৮ বছর আগে যেমন ছিল সাদাপাথর পর্যটনকেন্দ্র, দেখুন ২০টি ছবি
    ৮ বছর আগে যেমন ছিল সাদাপাথর পর্যটনকেন্দ্র, দেখুন ২০টি ছবি     “প্রশাসনকে ম্যানেজ করে এসব হচ্ছে”…
    “প্রশাসনকে ম্যানেজ করে এসব হচ্ছে”…     দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে ময়লা আবর্জনায় খাল পরিপূর্ণ ভরাট।
    দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে ময়লা আবর্জনায় খাল পরিপূর্ণ ভরাট।     বানিয়াচং উপজেলা তারাসই গ্রামের সাদেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ড
    বানিয়াচং উপজেলা তারাসই গ্রামের সাদেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ড     লন্ডনে বিলাসবহুল হোটেলে বিপুল ব্যয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয় — ড. ইউনূসের ভিআইপি সফর নিয়ে প্রশ্ন
    লন্ডনে বিলাসবহুল হোটেলে বিপুল ব্যয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয় — ড. ইউনূসের ভিআইপি সফর নিয়ে প্রশ্ন     “Live Perspective With Syed Mizan”
    “Live Perspective With Syed Mizan”     আপনি কি সৃজনশীল
    আপনি কি সৃজনশীল     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 