বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেনীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ফেনীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীতে হাজি পেয়ার আহম্মদ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৬ আগস্ট, মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পেয়ার আহম্মদ ইউনিয়নের জাহানপুর গ্রামের আসলাম ভূঁইয়া বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে পেয়ার আহম্মদ ও তার ছেলে কাউসার বাড়ির সামনে নিজেদের দোকানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা দোকানে ঢুকে তাদের মারধর শুরু করে। পরে বাবা ও ছেলেকে পাশের একটি পরিত্যক্ত খামারে নিয়ে যান। একপর্যায়ে ছেলে কাউসার তাদের হাত থেকে ছুটে পালিয়ে যায়। এরপর তারা পেয়ার আহম্মদকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে ফেলে চলে যান। খবর পেয়ে স্বজনরা বিকেলে ওই খামারে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিন রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের ভাতিজা জহিরুল ইসলাম শান্ত বলেন, শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর থেকে স্থানীয় কয়েকজন বিএনপির নেতাকর্মী এলাকায় অস্থিরতা তৈরি করে। মঙ্গলবার তারা কাকার দোকান লুট করে সব মালামাল নিয়ে যায়। পরে স্থানীয় জামাল, নুর আলম, সুজন, সোহাগ ও শাহাদাতের নেতৃত্বে তারা কাকার বাড়িতে ও দোকানে ভাঙচুর চালিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিনের মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার কোনো সাড়া মেলেনি।
বিষয়: #আওয়ামী #কর্মী #কুপিয়ে #ফেনী #লীগ #হত্যা




একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
