বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শতভাগ হল ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শতভাগ হল ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের নির্দেশে শতভাগ হল ছেড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বর্তমানে শতভাগ ফাঁকা হয়ে গেছে।
১৮ জুলাই, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার কথা থাকলেও এক দিন সময় দেওয়া হয়েছিল। আজ দুপুর ২টার দিকে সকল হল থেকে শিক্ষার্থীরা চলে গেছেন। বর্তমানে সব হল শতভাগ ফাঁকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সব প্রভোস্টকে তাদের হলগুলোর রুমে সিলগালা করে দেওয়ার জন্য বলা হয়েছে। আজকে মাদারবক্স হলে সিলগালা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সব দোকানপাট বন্ধ রাখার জন্যও বলা হয়েছে। আজ সকালে শিক্ষার্থীদের হল ছাড়তে এবং ক্যাম্পাসে দোকানপাট বন্ধ রাখতে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। শের-ই-বাংলা হল, মতিহার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হলসহ ১৭টি হলের অধিকাংশ রুমই তালাবদ্ধ।
এদিকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিষয়: #ছেড়েছেন #নিউজ #বজ্রকণ্ঠ #বিশ্ববিদ্যালয় #মিজান #রাজশাহী #শতভাগ #শিক্ষার্থীরা #সৈয়দ #হল




একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
