বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুব সমাজকে মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
যুব সমাজকে মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ ::

দেশের যুব সমাজকে মাছের উৎপাদন এবং মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতের অবদান অনেক। সেদিকে লক্ষ্য রেখে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের নদী, নালা, খাল-বিল অনেক বেশি। আমাদের মাটি ও পানি অত্যন্ত উপযুক্ত। আমি যুব সমাজকে বলব, তারা মাছ চাষে নজর দিতে পারে।’
তিনি বলেন, গভীর সমুদ্রে হাইড্রোইলেক্ট্রনিক উৎপাদন বাড়াতে হবে। মৎস্য শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা দেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা জানিয়ে যাচ্ছি। কেননা বাঙালির জন্য আমিষের সবচেয়ে নিরাপদ চাহিদা হলো মাছ। আর্থসামাজিক উন্নয়নের জন্য এই খাতটা অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের টেকসই স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের দিকে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ আমরা করছি।’
জাতীয় জিডিপিতে মৎস্যখাতের অবদান গুরুত্বপূর্ণ জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, এর পাশাপাশি ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ আহরণের প্রতি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ তেল-গ্যাসের মতো জ্বালানি এবং সি-ফুড প্যাকেজিংয়ে কার্যক্রম বাড়াতে হবে। তাহলে আরও বেশি সমুদ্রের মাছ রফতানি করা যাবে। তাই বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিষয়: #আহ্বান #নিউজ #প্রধানমন্ত্রী #বজ্রকণ্ঠ #বিনিয়োগ #বৃদ্ধির #মিজান #মৎস্য #যুব #শিল্প #সমাজক #সৈয়দ




একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
