সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন : সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব
ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন : সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে ভূমি আইন লঙ্ঘন করে আবাদি জমির মাটি (টপসয়েল) লুটতরাজের মহোৎসব চালাচ্ছে সাজিদ মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি। তার নেতৃত্বে দিন-রাত মাটি কাটলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।
![]()
জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় দেশের প্রচলিত “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” কে বৃদ্ধাংগুলি দেখিয়ে আবাদযোগ্য কৃষি জমির উপরিস্তর (টপসয়েল) কেটে দেদারছে বিক্রির ভয়াবহ উৎসব চলছে।
স্থানীয় প্রভাবশালী চক্রের প্রধান সাজিদ মিয়ার নেতৃত্বে দিন-রাত এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন করা হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই শত শত ট্রলি মাটি কেটে তা বিভিন্ন বসতঘর ও ব্যক্তিগত রাস্তা ভরাটের কাজে সরবরাহ করা হচ্ছে। বিশাল আকৃতির এস্কেভেটর দিয়ে ফসলি জমির বুক চিরে গভীর গর্ত তৈরি করে নির্বিচারে মাটি তোলা হচ্ছে। এতে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা।
প্রচলিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরিস্তর কর্তন একটি দন্ডনীয় অপরাধ। এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড এবং অর্থদন্ডের বিধান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ কৃষক আক্ষেপ করে বলেন,“বাপ-দাদার আমলের জমি চোখের সামনে শ্মশানে পরিণত হচ্ছে। বাধা দিতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়।”কৃষকদের অভিযোগ, টপসয়েলেই ফসলের প্রধান পুষ্টিগুণ ও জৈব উপাদান থাকে। এই স্তর কেটে নেওয়ায় আগামী কয়েক বছর ওই জমিতে কোনো ফলন পাওয়া যাবে না।
রাস্তাঘাটও ক্ষতিগ্রস্থ শুধু আবাদি জমিই নয়, মাটি পরিবহনে ব্যবহৃত ভারী ড্রাম ট্রাকের লাগাতার চলাচলে এলাকার কাঁচা ও পাকা রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। মাটি কাটার বৈধতা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সাজিদ মিয়া চরম দাম্ভিকতা প্রদর্শন করে সাংবাদিকদের বলেন, মাটি কাটতে আমাদের কোনো অনুমতি লাগে না।
আমাদের অনেক পুলিশ ও আর্মি পরিচিত আছে তারা আমাদের লোক। রাষ্ট্রীয় বাহিনীর নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তথ্য সংগ্রহের সময় সাজিদ মিয়ার অনুসারীরা সংবাদকর্মীদের ওপর চড়াও হয়ে পেশাগত কাজে বাধা দেন। পাশাপাশি ঘটনার দৃষ্টি ভিন্ন খাতে নিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ সাজানো ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। সচেতন মহলের মতে, এটি মূলত অবৈধ কার্যক্রম আড়াল করার কৌশল।
কৃষি কর্মকর্তারা জানান, একটি জমির টপসয়েল তৈরি হতে কয়েক দশক সময় লাগে। একবার এই স্তর কেটে ফেললে ওই জমির উৎপাদন ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। জামালগঞ্জের এই খাদ্যভান্ডার রক্ষা করতে হলে অবিলম্বে অভিযান জরুরি।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকীন নূরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, সাজিদ মিয়ার মতো ভূমিদস্যুরা যদি আইনের ধরাছোঁয়ার বাইরে থাকে, তবে অচিরেই এই অঞ্চলে আবাদি জমি বিলুপ্ত হয়ে যাবে। তারা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ এবং নতুন আইন অনুযায়ী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়: #অপরাধ #আইনের #আবাদি #জমি #টপসয়েল #প্রকাশ্য #ভূমি #মহোৎসব #লঙ্ঘন #লুট #সুনামগঞ্জে




এলাকার আইন শৃংখলা হুমকির মুখে
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।। চেয়ারম্যান’র পুত্র সহ আটক ৩ জন।।
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই
রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন
অপারেশন ডেভিল হান্টে ভোলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে আটক ১
আজ নির্বাচনী প্রচারনায় ইসলামী ফ্রন্টের মহাচিব অধক্ষ্য স.উ.ম.আব্দুস সামাদ হবিগঞ্জে আসছেন
দেশ ও গণতন্ত্রের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই-রেজাউল ইসলাম
ভোট সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলাবারুদ সহ যুবক আটক।।
