রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী
মোংলা প্রতিনিধি ::
মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।
![]()
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি টিম মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়।
এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক সেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদীসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আরো উদ্ধার হয় বিদেশী মদের বোতলসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ নানা ধরণের সরঞ্জামাদি।
আটক মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬) পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।
এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০/৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতোদিন ধরে কিভাবে চলে আসছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে।
মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ বেআইনি সকল কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সদা তৎপর থাকবে।
বিষয়: #ইয়াবা #গাঁজাসহ #মোংলা




লাখাই উপজেলায় শহীদ ফারুকী ও শহীদ রইছ উদ্দীনের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোমবাতি প্রার্থী ডাঃ এস এম সরওয়ার
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
দৌলতপুরে পিয়ারপুর ইউপি’র ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্দোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন
মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ
নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্মাননা পাচ্ছেন সুনামগঞ্জের সুসাহিত্যিক আবু আলী সাজ্জাদ হোসাইন
চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব
