শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » সহিংসতা ও উগ্রবাদে বাংলাদেশ ‘চরমভাবে ঝুঁকিপূর্ণ’—আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন ১৭–১৮ জানুয়ারি
সহিংসতা ও উগ্রবাদে বাংলাদেশ ‘চরমভাবে ঝুঁকিপূর্ণ’—আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন ১৭–১৮ জানুয়ারি
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া::
![]()
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে “Bangladesh: Extremely Vulnerable with Violence & Vengeance” শীর্ষক একটি দুইদিনব্যাপী আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৬।
71@Heart–এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশে আগস্ট ২০২৪–এর পরবর্তী রাজনৈতিক উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি, ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান, গণতন্ত্র ও আইনের শাসন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়ন এবং সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর হামলা—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের প্রথম দিন শনিবার, ১৭ জানুয়ারি এসব বিষয়ের ওপর মূল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সম্মেলন বিশ্বের বিভিন্ন সময় অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হবে—লন্ডন বিকেল ২টা, ইউরোপ বিকেল ৩টা, ঢাকা রাত ৮টা এবং নিউইয়র্ক সকাল ৯টা।
সম্মেলনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন—
ড. নুরান নবী (প্রেসিডেন্ট, GCSDB, যুক্তরাষ্ট্র ও একুশে পদকপ্রাপ্ত),
ক্রিস ব্ল্যাকবার্ন (কমিউনিকেশন ডিরেক্টর, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, যুক্তরাজ্য),
প্রফেসর ড. হাবিবে মিল্লাত (প্রেসিডেন্ট, GCDG, কানাডা),
প্রফেসর ড. জোবায়দা নাসরিন (নৃবিজ্ঞানী ও ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অব হেইলব্রন, জার্মানি),
প্রফেসর ড. এস এম মাসুম বিল্লাহ (মানবাধিকার আইনজীবী ও ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিতে কোত দ’আজুর, ফ্রান্স)।
এছাড়াও বক্তব্য রাখবেন পোল্যান্ডের নাটালিয়া সিনেয়াভা-প্যাঙ্কোভস্কা এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।
সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী দেওয়ান গৌস সুলতান, এবং সেশন পরিচালনা করবেন তামান্না মিয়া।
দ্বিতীয় দিন রবিবার, ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে Pro71Con: Conference of Participants’ Declaration, যেখানে অংশগ্রহণকারীদের সম্মিলিত মতামত ও ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।
সম্মেলনটি বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এবং ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। একাধিক গণমাধ্যম এই আন্তর্জাতিক সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
আয়োজকদের মতে, এই সম্মেলনের লক্ষ্য হলো বাংলাদেশে চলমান সংকট নিয়ে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক সংলাপ সৃষ্টি এবং গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক সম্প্রীতির পক্ষে বৈশ্বিক সমর্থন জোরদার করা।
বিষয়: #চরমভাব #ঝুঁকিপূর্ণ #বাংলাদেশ #সহিংসতা.উগ্রবাদ




ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের
ন্যায়বিচারের দাবিতে যুক্তরাজ্যজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫ অনুষ্ঠিত
ব্রিটিশ বাংলাদেশি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত
