বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্কে সাংবাদিক নঈম নিজামের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল।
নিউইয়র্কে সাংবাদিক নঈম নিজামের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্কের জ্যামাইকাতে দেশবরেণ্য সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের মা মরহুমা ফাতেমা বেগমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডের পিঠাঘর রেস্টুরেন্টে আয়োজিত নঈম নিজামের শুভাকাঙ্কী মহলের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
দোয়া মাহফিল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়,বিশিষ্ট সাংবাদিক মন্জুরুল ইসলাম মন্জু,মোহাম্মদ আলী সিদ্দিকী,দুরুদ মিয়া রনেল,জাহিদ হাসান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাংবাদিক নঈম নিজাম ও তার সহধর্মিণী বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাবেক সাংসদ ফরিদা ইয়াসমীন।
অনুষ্ঠানে মরহুমার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মন্জুরুল আলম শাহীন,ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান,সদস্য শাহানারা রহমান,সদস্য নুরুল আফসার সেন্টু,মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন চঞ্চল, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ছাত্রলীগের হৃদয় মিয়া,যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,সাবেক ছাত্রলীগ নেতা আজাদ খান প্রমুখ।
বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতেন তারা সকলেই এখন ঘর ছাড়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন।দেশে এখন একটা বিভিষিকাময় অবস্থা বিরাজ করছে।
সাংবাদিক নঈম নিজাম বলেন আমার মা শুধু একজন মা ছিলেন না তিনি একজন মুক্তিযোদ্ধার মা ছিলেন।তিনি তার ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য।
ড.সিদ্দিকুর রহমান বলেন আজ বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ জাতীয় সংগীত অবহেলিত। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আবারও ৫ই আগস্টের আগের বাংলাদেশে ফিরে যাবো এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাবো।
বিষয়: #দোয়া #নঈম #নিউইয়র্ক #নিজাম #মাহফিল #মৃত্যু #সাংবাদিক




সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫ অনুষ্ঠিত
ব্রিটিশ বাংলাদেশি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া: নেতৃত্ব, সংগ্রাম ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়
কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” পেলেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি
ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইনকের বিজয় দিবস পালন।
