শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » বরিশাল » হামলায় জেমসের কনসার্ট পণ্ড, আহত ২০
হামলায় জেমসের কনসার্ট পণ্ড, আহত ২০
বজ্রকণ্ঠ ::
![]()
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) অনুষ্ঠানটি পণ্ড হয়েছে। বহিরাগতের হামলায় এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশনের কথা ছিল। তবে জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চায়। তখন বাধা দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে তারা। পরে স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধের বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। পরে রাত দশটার দিকে আয়োজক কমিটির আহবায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হলো বলে ঘোষণা করেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ কমিটির আহবায়ক রাজীবুল হাসান খান বলেন, ‘জেমসের অনুষ্ঠানটি সাকসেস করার জন্য আমাদের সকল প্রস্তুতি ছিল, কিন্তু কেন কী কারণে কারা হামলা করল, বুঝতে পারলাম না। আমাদের স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন ইটের আঘাতে।’
তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’
আয়োজক কমিটির অভিযোগ, ‘বহিরাগতদের’ অনুষ্ঠানস্থলে ঢুকতে না দেওয়ায় তারা ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা করে। পরে জেলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।
রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।”
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, “জেমসের অনুষ্ঠানটি সফল করতে আমাদের সব প্রস্তুতি ছিল। কিন্তু কেন, কী কারণে, কারা হামলা করলো, বুঝতে পারলাম না।
“ইটের আঘাতে আমাদের জেলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।“
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় এবং উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ ও ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়িসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের মধ্যে দিয়ে শুরু হয় দুদিনব্যাপী অনুষ্ঠানমালা।
শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড- সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা বর্ণাঢ্য এ আয়োজন।
বিষয়: #আহত #কনসার্ট #জেমস #পণ্ড #হামলা




বিশেষ অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপির সভাপতিসহ আহত ২
ভোলায় যৌথ অভিযানে অবৈধ ট্রলিংবোট ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ফরিদপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
বরিশালে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি বিদেশি মুদ্রাসহ ডাকাত
পটুয়াখালীতে কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
পটুয়াখালীতে ভারত থেকে পাচার করে আনা সুপারিসহ ১৭ পাচারকারী আটক
ভোলায় কোস্টগার্ড-মৎস্য অধিদপ্তরের অভিযানে মাছ ও আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক
