মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নাশকতা, চাঁদাবাজি ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার সকালে থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শামীম আহমদ (৫৪), যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একই ইউনিয়নের ১৩নং ভাতগাঁও ইউপির ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার ছেলে মোঃ রুমেল আহমদ (৩০), তিনি ভাতগাঁও ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি উপজেলার পাথারীপুর গ্রামের কাফরুল মিয়ার ছেলে কাজল মিয়াকেও (বয়স অপ্রকাশিত) পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতা, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজি এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক অভিযোগ রয়েছে। ছাতক থানায় দায়ের হওয়া এফআইআর নং–২৮, জি.আর. নং–২১৬, তারিখ ২২ জুলাই ২০২৫—ধারা 15(3)/250, The Special Powers Act, 1974—এর তদন্তে তারা আসামি হিসেবে শনাক্ত হন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই অভিযানকে উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, এসব তৎপরতা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
বিষয়: #অভিযোগ #আ.লীগ #ছাতক #নাশকতার




সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর অন্যায্য সাজা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
“বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপিত
সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরকে ঠেকাতে ঐক্যবদ্ধ হলেন বিএনপির দুই এমপি
মৌলভীবাজারে আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রে ফ তা র
