রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডজনখানেক ডাকাতি মামলার পলাতক আসামি তৈয়ব আলী ওরফে তৈয়বুর (২৫)–কে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ডাকাতকে শনিবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের লম্বাহাটি হাসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৈয়বুর একই গ্রামের মো. নজির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানায়, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তৈয়বুরের বিরুদ্ধে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যপদ এবং রাতের বেলায় সশস্ত্র লুটপাটসহ এক ডজনের বেশি মামলায় তার নাম রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ শনিবার রাতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়বুর পালানোর চেষ্টা করলেও দ্রুত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর রোববার দুপুরে তৈয়বুরকে ছাতক থানা হেফাজত থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালতে তাকে হাজির করলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়দের মতে, তৈয়বুর দীর্ঘদিন ধরেই এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে নেওয়া হবে। থানা পুলিশের সফল অভিযানে এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে বলে সাধারণ মানুষের অভিমত।
এ বিষয়ে (ওসি) সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত তৈয়বুর সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়: #গ্রেপ্তার #ছাতক #ডজনখানেক #ডাকাত #তৈয়বুর #পলাতক #মামলা




বেগম জিয়ার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের প্রেরণা :- কলিম উদ্দিন আহমদ মিলন
সুনামগঞ্জে সুমি চৌধুরী হত্যা মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক কুলেন্দু শেখর দাস
ছাতকে নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বিলপার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
সুনামগঞ্জে হোটেল মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুনামগঞ্জে নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
