মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » থামছে না কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন ভাঙ্গনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ
থামছে না কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন ভাঙ্গনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ
সালমান মিয়া, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
কুশিয়ারা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি সাধন করছে একাধিক প্রভাবশালী চক্র। টানা কয়েক মাস ধরে জগন্নাথপুর উপজেলা ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অংশে কুশিয়ারা নদী থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ড্রেজার দিয়ে দিনরাত অবৈধ ভাবে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করে নদী ভাঙ্গন সহ এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে।
সরজমিন গিয়ে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক (আটঘর) গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে নামসর্বস্ব একাধিক সিন্ডিকেট। বিভিন্ন সূত্রে জানা যায়, এই চক্রটি মহাসড়ক নির্মাণের কাজে ব্যবহারের নামে অবৈধভাবে বালু উত্তোলন করে বানিজ্য করে আসছে, এর মধ্যে মৌলভীবাজার জেলা সদরের কাজিরগাঁও এর বাসিন্দা আশরাফ উদ্দিন তাঁর তালুকদার এন্টারপ্রাইজের নামে সাইনবোর্ড সাঁটিয়ে বালু উত্তোলন করে বানিজ্য উদ্যেশে নৌকা দিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর ও রানীগঞ্জ ইউনিয়নের সেতুর নিচে পাইপলাইনের মাধ্যমে আনলোড হচ্ছে এসব অবৈধ বালু।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লা বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করার কোনো সুযোগ নাই।এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মৌখিক কোনো অনুমতি দেইনি এটা অযথা মানুষ বলছে।
গত ৩১ আগষ্ট দৈনিক সমকাল পত্রিকায় কুশিয়ারা নদীর বালু মহাসড়কের কাজে ব্যবহারের নামে লুট শিরোনামে একটি প্রতিবেদ প্রকাশিত হয়, প্রতিবেদনে তালুকদার এন্টারপ্রাইজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, ঢাকা সিলেট মহাসড়কে কাজে ব্যবহারের নামে নবীগঞ্জ উপজেলার ফাদুল্লা, জামারগাঁও গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সমকাল পত্রিকায় প্রকাশিত অবৈধ বালু উত্তোলনের স্থান সমূহের মধ্যে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক আটঘর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। এসব বালু বানিজ্যিক ভাবে বিক্রয়ের জন্য জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর ও রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর সেতুর নিচে পাইপলাইনের মাধ্যমে আনলোড হচ্ছে।
বিশ্বস্ত সূত্র জানায়, পাইলগাঁও ইউনিয়ন ও রানীগঞ্জ ইউনিয়নের সিন্ডিকেট তালুকদার এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে পাইপলাইনের মাধ্যমে বালু স্টক করে বানিজ্যিক ভাবে বিক্রি করছে। বিশেষ করে কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় বালু উত্তোলন ও আনলোড করে পরিবেশের ক্ষতি করায় বালু উত্তোলনে সিন্ডিকেট চক্রের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকেই প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা তারেক মিয়া, ফারুক মিয়া লিখেন, কুটি টাকার বিজনেস চলছে রানীগঞ্জে বালু মহলে, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসরাক মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের নেতা আবুল কাশেম এর নেতৃত্বে দীঘলবাকের জিতু মিয়া ও মুজিবুর রহমান, বড়ফেছী গ্রামের রাসেল মিয়া, জমিয়ত নেতা কাতিয়া গ্রামের মাওলানা আব্দুর রাহমান জুয়েল, কাতিয়া গ্রামের জাবেদ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী চাঁন মিয়া, যুগ্ম আহবায়ক কয়েছ উদ্দিন, বিএনপি নেতা গন্ধর্বপুর গ্রামের ফখরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মাজেদুল হক, ছাত্র দলের নেতা বেলালুর রাহমান বেলাল, যুবদলের সদস্য মারজান আহমেদ সহ আরও অনেক।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গত কয়েকদিন যাবত বালু উত্তোলনের বিষয়টি শুনতেছি খুঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #অবৈধ #উত্তোলন #কুশিয়ারা #জনপদ #তীরবর্তী #নদী #বালু #বিলীন #ভাঙ্গন




সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
নতুন পোশাকে নেমেছে পুলিশ
মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যাবে আজ
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
রাজধানীতে আবারও বাসে আগুন
