বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » বিগত ৫ আগস্ট বাংলার মাটি থেকে ফ্যাসিস্ট হাসিনা সহ এমপি-মন্ত্রীরাও পালিয়েছে, আওমীলীগ পালিয়ে গেলে তাদের ক্ষমা নেই: ফয়সল আলীম
বিগত ৫ আগস্ট বাংলার মাটি থেকে ফ্যাসিস্ট হাসিনা সহ এমপি-মন্ত্রীরাও পালিয়েছে, আওমীলীগ পালিয়ে গেলে তাদের ক্ষমা নেই: ফয়সল আলীম
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফয়সল আলীম বলেন, বিগত ৫ আগস্ট বাংলার মাটি থেকে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে গেছে। তিনি একা যাননি, বোনকেও নিয়ে গেছেন। তার পালানো দেখে রাতের ভোটের এমপি-মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও পালিয়ে গেছে। সেই সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরাও হাওয়া হয়ে গেছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ এই হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করেছে, বিচার বিভাগকেও ধ্বংস করেছে। গণতন্ত্রের ব্যবস্থাকে যেটা দেশের অগ্রগতির জন্য অপরিহার্য ছিল, সেটাকে বাংলাদেশের মাটি থেকে ধ্বংস করেছিল।
![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, হত্যা ও গুমের মাধ্যমে বিরোধীদল এবং বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। তারা কাউকেই রেহাই দেয়নি। শত শত বিএনপি ও বিরোধীদলের নেতাকর্মীকে গুম ও হত্যা করেছিল। আল্লাহ তাআলা অত্যাচার দেখে আর বরদাশত করেননি। ইতিহাসে এমনভাবে পালিয়ে যাওয়ার নজির বিশ্বের আর কোনো দেশে নেই।
![]()
ফয়সল আলীম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ৫ আগস্টের পর নানা কথা বলা শুরু করেছে। তারা ভুলে গেছে অতীতের অত্যাচার-অবিচারের কাহিনী। পাঁচবিবির মানুষ আপনারা ভুলে যাবেন না এই সেই আওয়ামী লীগ, যারা আমার মরহুম পিতাকে জেলখানায় হত্যা করেছিল। ভুলবেন নাকোরআনের পাখি খ্যাত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকেও জেলখানায় হত্যা করা হয়েছিল। ভুলবেন না এই শালাইপুরেই নিরীহ পাঁচজন মানুষকে হত্যা করা হয়েছিল। এই আওয়ামী লীগ কখনও ক্ষমা পেতে পারে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। ভোটের অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছিল। প্রকৃতপক্ষে এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে। মরহুম আব্দুল আলীম সাহেবের মতো আমাকেও আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ। জনগণের নেতৃত্বে দেখাবো এমপি হয়ে আর্থিক সুবিধা নিতে হবে না, চাঁদাবাজি করে কোনো সুবিধা নিতে হবে না। সরকারের সব সুবিধা জনগণের মাঝে সঠিকভাবে বণ্টন করবো ইনশাআল্লাহ।
![]()
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, মরহুম আব্দুল আলীম সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ নেবো জয়পুরহাট ও পাঁচবিবিকে নতুনভাবে গড়ে তোলার মাধ্যমে। ইনশাআল্লাহ নতুন পাঁচবিবি দেখবেন, নতুন কুসুম্বা ইউনিয়ন দেখবেন যেখানে দুর্নীতিমুক্তভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।
এসময় আরও বক্তব্য দেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বুলু, পাঁচবিবি থানা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ সজল, সাবেক সভাপতি শামসুল হক দুলাল, জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, তথ্য শিক্ষা গবেষণা সম্পাদক মুকুল হোসেন এবং জয়পুরহাট থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিষয়: #আওয়ামীলীগ #এমপি-মন্ত্রী #ফ্যাসিস্ট #ফয়সল #হাসিনা




শিবগঞ্জে জাতীয় সমাজসেবা পালিত
নতুন বছরের প্রথম সকালে সড়কে ঝরল ৪ প্রাণ
জয়পুরহাট-১ আসনে জেলা জামায়াতের আমীরের মনোনয়ন পত্র সংগ্রহ
রাণীনগরে দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান
ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
