সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ
খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
গুলিবিদ্ধরা হলেন— মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখা নিয়ে জামায়াত কর্মী রাসেল ও বিএনপি কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এলাকায় মহড়া দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
শনিবার রাতেও অস্ত্র নিয়ে জামায়াত কর্মীদের ধরতে তারা এলাকায় তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সমাধানের বৈঠকে বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব এলোপাতাড়ি গুলি চালালে সজীব ও তুষার গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাবো।” যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া গেছে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “খেলা দেখা নিয়ে শুরুতে সামান্য ঝগড়াঝাটি হয়েছিল। জুনিয়র খেলোয়াড়দের সুযোগ দেওয়া নিয়ে সিনিয়রদের মধ্যে ক্ষোভও ছিল। স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে সমাধান করে দেন। তবে বৈঠক শেষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের নিয়ে দুই পক্ষই দাবি করছে তারা তাদের কর্মী।”
বিষয়: #কর্মী #কর্মীর #খেলা #গুলিতে #গুলিবিদ্ধ #জামায়াতের #দেখা #দ্বন্দ্বে #নিয়ে #যুবদল




রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
শোক সংবাদ
রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু একদিন পরে জানাজা।
বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহ’র বদলি ও পদোন্নতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১
