

রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » ইসরায়েলি হামলায় আরও ৭০ জনের মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭০ জনের মৃত্যু
বজ্রকণ্ঠ :::
ইসরায়েলের টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নতুন করে আরও ৭০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে।
শনিবার (১৬ আগস্ট) দেওয়া সর্বশেষ এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৫ জন আহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।
মৃত্যুর এই হিসাব শুধু বোমা ও গোলাবর্ষণেই সীমাবদ্ধ নয়। খাদ্য সংকট ও অপুষ্টিজনিত জটিলতায়ও বাড়ছে প্রাণহানি। সর্বশেষ ১১ জন মানুষের মৃত্যু হয়েছে তীব্র ক্ষুধা ও অপুষ্টির কারণে, যাদের মধ্যে একজন শিশু। চলমান মানবিক বিপর্যয়ে এখন পর্যন্ত দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন ২৫১ জন, যাদের মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।
গাজার স্বাস্থ্য বিভাগ জানায়, টানা বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বহু এলাকাজুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে অসংখ্য মরদেহ। অনেকের পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না।
গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে পুনরায় আক্রমণ শুরু করার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০ হাজার ৩৬২ জন এবং আহত হয়েছেন ৪৩ হাজার ৬১৯ জন।
এছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালানো অব্যাহত রেখেছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭৫ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন। সূত্র: আনাদোলু এজেন্সি
বিষয়: #ইসরায়েলি #মৃত্যু #হামলা