

শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ইস্ট লন্ডনে জাতীয় শোক দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগের স্মরণসভা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রতিবাদ, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি
ইস্ট লন্ডনে জাতীয় শোক দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগের স্মরণসভা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রতিবাদ, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে সন্ধ্যা ৬ টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৫ই আগস্টের শহীদদের স্মরণ করেন। পাশাপাশি সম্প্রতি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা ও গতকাল বিএনপির উপস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র আনোরুজ্জামান চৌধুরী, সাবেক সাংসদ রনজিৎ সরকার, হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, মারুফ আহমদ, যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ অনেকে। ছাত্রলীগ ও যুবলীগের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিন বিকাল ৫ টায় ব্রিটেনের বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা প্রথমে আলতাব আলী পার্লকের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পরে ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। বীর মুক্তিযোদ্ধা, প্রবীন সাংবাদিক ও সত্যবাণীর উপদেষ্টা সম্পাদক আবু মুসা হাসানের নেতৃত্বে সাংবাদিকরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । এসময় অন্যান্যের মধ্যে ছিলেন, প্রখ্যাত সংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক ড. আনসার আহমেদ উল্লা, সাপ্তাহিক জনমত পত্রিকার যুগ্ম সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ সাঈম চৌধুরী, সাপ্তাহিক ব্রিকলেন নিউজের সম্পাদক জুয়েল রাজ, স্বদেশ বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সর্দার, প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি আজিজুল আম্বিয়া ও ব্রিজবাংলা নিউজের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ,টাওয়ার হ্যামলেটস ভয়েজ এর সম্পাদক সুয়েজ মিয়া। কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যে দুই দফায় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রবীন মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান বলেন, একাত্তর, বঙ্গবন্ধু ও জয় বাংলা এই তিনটি বিষয়ে বাঙালি কোন ছাড় দেবেনা, কোন আপোষ নয়।একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে, সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। জয় বাংলা মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস। আর বঙ্গবন্ধু না থাকলেতো বাংলাদেশই থাকেনা। সুতরাং এই তিনটি বিষয়ে কোন আপোষ নেই।শ্রদ্ধা প্রদর্শনের সময় শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে বঙ্গবন্ধুকে নিয়ে গণসঙ্গীতও পরিবেশন করেন উপস্থিত সাংবাদিকরা।
আয়োজনে শোকাহত প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনা স্মরণ করেন এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মাগরিব নামাজের পর ব্রিকলেন মসজিদে বঙ্গবন্ধুর পরিবারসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিষয়: #আওয়ামী #আনার #ইস্ট #জাতীয় #দিবস #দেশে #প্রতিবাদ #প্রতিশ্রুতি #ফিরিয়ে #বঙ্গবন্ধুর #বাড়ি #ভাঙা #যুক্তরাজ্য #লন্ডন #লীগ #শেখ #শোক #স্মরণসভা #হাসিনা

