শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিশেষ » বৈ ছা আ - বানিয়াচং থানার এস আই সন্তোষের হ’ত্যা’কারী
বৈ ছা আ - বানিয়াচং থানার এস আই সন্তোষের হ’ত্যা’কারী
ডেস্ক নিউজ ::
![]()
১৫ বছরে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে কোন ছাত্রলীগের নেতা থানার ওসির সামনে বলছে, যে তার দাদা বা বাবা মুক্তিযুদ্ধ করছে। ২০-৫০ টা রাজাকারকে পিটাইছে। কিংবা কোন ছাত্রনেতা তার দাপট দেখিয়ে থানায় ওসির সামনে মববাজি করতে দেখেছেন??
অথচ ৫ আগস্টের পর গায়ে চাদর পরে এমন টোকাইদের অবির্ভাব হইছে, এরা ওসিকে থাপ্রায়,এসপিকে গালিগালাজ করে, ডিআইজিকে হুমিকে দেয়।
এদের নতুন চেতনার নাম জুলাই চেতনা, এদের আদর্শের নাম শাউয়া-মাউয়া।
এদের মুখে গালি ছাড়া কোন কথা নাই, আগে গালি পরে কথা।
এদের কাজ মব সন্ত্রাসি করা, লুটপাট এদের নেশা, মামলা বানিজ্য এদের পেশা।
মামলা তদবির করে দুইবেলা ডাল-ভাত খাওয়া ছেলের ব্যাংকে কোটি টাকা।
টাকার অভাবে যে ছেলের ট্রেনের টিকেট কেটে বাড়ি যতে পারেনাই, তার দাদা এখন জমিদার।
টাকার জন্য যে ছেলে বাড়ি ভাঙ্গা বাড়ী মেরামত করতে পারেনাই, তার এখন ৩ পুকুরওয়ালা গ্রামের সবচেয়ে বড় বাড়ি।
রাজমিস্ত্রীর ছেলে এখন মাসে ১৫ লাখ টাকা আয়, শিক্ষক বাবার ছেলের নির্বাচনি ব্যায়ের অগ্রীম খরচ এক জনের থেকে ৫ লাখ।
বাই সাইকেলে করে টিউশনি করা ছেলের এখন প্রাডো গাড়ী।
টাকার অভাবে বড় ভাইয়ের বিয়েতে যেতে না পারা ছেলের ভাই বড় ভাইয়ের সম্পদ কোটি টাকার উপরে, সে তার ভইকে সংসদ সদস্য হিসেবে দাঁড় করিয়ে দিছে।
অথচ এরা নীলক্ষেত থেকে টি-শার্ট কিনতো, নিউমার্কেট থেকে প্যান্ট, একটা জার্সি পরে এদের দিনের পর দিন কেটে গেছে অনায়াসে।
বিশ্ববিদ্যালয়ের হলে পাতলা ডাল খেয়ে এদের উন্নতি না হইলেও, ৫ আগস্টের পর এদের একেকজনের ওজন বাড়ছে ১৫-২০ কেজি।
নিজেদের মজলুম দাবি করা ছেলেরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় জালিম।
এরা ধানমন্ডি-৩২ ভাঙ্গে, আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড় ভাঙ্গে।এদের জন্য দেশের কয়েক কোটি মানুষের ঘুম হারাম, লাখো শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত।
এরা মানুষকে পিটিয়ে মেরে ফেলে, জীবন্ত জ্বালিয়ে দেয়, চোখ তেতলে দেয়, হাত পা কেটে দেয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা হাজার আসামি বানিয়ে মামলা দেয়।
এই জালিমদের আসল চেহারা দেখার জন্য হলেও একটা ৫ আগস্টের দরকার ছিলো। না হলে এরা জনগণের কাছে আজীবন মজলুম হয়েই থাকতো।
এদের নাম সমন্বয়ক, জিহবা থেকে দুধের গন্ধ না গেলেও এরা এখন নেতা।
সৌজন্যে: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত
বিষয়: #আই #এস #থানা #বানিয়াচং #বৈ ছা আ #সন্তোষ #হত্যাকারী




বেগম খালেদা জিয়া: বাংলাদেশ প্রশ্নে আপোষহীন নেত্রী
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বুধবার বাদ জোহর স্বামীর কবরের পাশে শায়িত হবেন খালেদা জিয়া
“সমাজ সেবায় অবদান” / “Contribution to Society”
ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা
১৭-১৮ মিনিটের ভাষনে কোন স্বজন হারানোর ব্যাথা ছিলো না
আমাদের নিম্নলিখিত অঞ্চল থেকে সংবাদ প্রতিবেদক প্রয়োজন…
কেবল চেতনা নয়, চাই ঐক্য ও কাজ: কোন পথে বাংলাদেশ?
