

বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » গাজায় ক্ষুধা ও ত্রান আনতে গিয়ে আরও ৩৬ জনের প্রাণহানি
গাজায় ক্ষুধা ও ত্রান আনতে গিয়ে আরও ৩৬ জনের প্রাণহানি
বজ্রকণ্ঠ ::
ফিলিস্তিনিরে গাজায় ত্রান নিতে গিয়ে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একইসঙ্গে অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫ জনের। এছাড়া ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেগুলো উদ্ধার করতে পারছেন না।
এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৮৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে, আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৪০৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, এর মধ্যে শিশু ১০৩ জন। মূলত ক্রমেই গভীর হচ্ছে গাজার মানবিক বিপর্যয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর এখন পর্যন্ত ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে চালানো হয়।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, গাজার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।
বিষয়: #ক্ষুধা #গাজা #ত্রান #প্রাণহানি