

মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন।
ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও ঋণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ছাতক, সুনামগঞ্জ এবং উপজেলা পরিষদ ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), যুব উন্নয়ন অধিদপ্তর, ছাতক, সুনামগঞ্জের মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিষয়: #আন্তর্জাতিক #ছাতক #জাতীয় #দিবস #যুব